Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বেতুয়া প্রশান্তি পার্ক, চরফ্যাশন
স্থান

বেতুয়া লঞ্চঘাটের পাশে মেঘনার তীড় ঘেঁষে।

কিভাবে যাওয়া যায়

চরফ্যাশন পৌরসভা সংলগ্ন যেকোনো স্থান থেকে রিকশা, অটোরিকশা, সিএনজি অথবা ব্যক্তিগত গাড়ির মাধ্যমে।

বিস্তারিত

বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন স্নিগ্ধ ও মনোরম পরিবেশ শোভিত বেতুয়া প্রশান্তি পার্ক চরফ্যাশন উপজেলায় আগত পর্যটকদের জন্য প্রাকৃতিক রূপ-লাবণ্য উপভোগ করার অন্যতম স্থান। নদীর সাথে প্রকৃতির অপূর্ব মিতালী উপভোগ, নদী পাড়ে বসে সূর্যাস্ত অবলোকন ও নদীর নির্মল বাতাসে বসে সময় কাটানোর জন্য প্রকৃতিপ্রেমীরা এখানে ছুটে আসেন একটুখানি প্রশান্তির সন্ধানে।