ভোলা বাংলাদেশের বৃহত্তম প্রাচীন গাঙ্গেয় ব-দ্বীপ। ভোলা, জেলা হিসেবে স্বীকৃতি পায় ১৯৮৪ সালে।পূর্বে এটি নোয়াখালী জেলার অধিনে sub division ছিল। নোয়াখালী জেলার অধিনে sub division হিসেবে স্বীকৃতি পেয়েছিল ১৮৪৫ সালে। তখন এর প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান দৌলতখানে। ১৮৬৯ সালে sub division হিসেবে বরিশাল জেলার অধিনে যুক্ত হয় । পরবর্তীতে ১৮৭৬ সালে প্রশাসনিক কেন্দ্র দৌলতখান থেকে ভোলায় স্থানান্তর হয়। বর্তমান ভোলা জেলাতে ৭ টি উপজেলা রয়েছে। ভোলা জেলার ০৭ টি উপজেলার নামের তালিকা নিম্নে দেয়া হলোঃ
০১। ভোলা সদর, ভোলা।
০২। দৌলতখান, ভোলা।
০৩। বোরহানউদ্দিন, ভোলা।
০৪। লালমোহন, ভোলা।
০৫। তজুমদ্দিন, ভোলা।
০৬। মনপুরা, ভোলা।
০৭। চরফ্যাশন. ভোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস