Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

জেলা প্রশাসকের বার্তা ঐতিহাসিকভাবে জেলা প্রশাসন কেন্দ্রিয় সরকারের সকল কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করে থাকে। এছাড়া সরকারের পক্ষ থেকে সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, দুযোর্গ ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মসূচী ত্বরান্বিতকরণ, ভূমি রাজস্ব আদায় এবং সরকারের নীতি বাস্তবায়নে বিভিন্ন দপ্তরের সঙ্গে নিবিড় সমন্বয়সহ সকল কাজে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। জেলা প্রশাসন তার উপর অর্পিত দায়িত্বসমূহ পালনের পাশাপাশি প্রশাসনিক সংস্কৃতির বৈচিত্র ও ধারাবাহিকতা সংরক্ষণে সদাজাগ্রত এবং ঐতিহ্য বজায় রাখতে বদ্ধপরিকর। দেশের একমাত্র দ্বীপজেলা ভোলার নয়নাভিরাম স্বর্গীয় প্রাকৃতিক সৌন্ধর্যের উৎকর্ষ সাধনে জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দ্বীপাঞ্চলের সার্বিক উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যের অনুসন্ধান ও তা সংরক্ষণের প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশের স্বার্থক রূপ সৃষ্টিতে প্রকৃতির উদার হস্তের একমাত্র দৃষ্টান্ত ভোলা । মেঘনা, তেঁতুলিয়া, কালাবদরসহ বিভিন্ন নদীর সমন্বিত মোহনীয় সৌন্দর্য ভোলাকে রূপান্তরিত করেছে ভূ-স্বর্গে। সমুদ্রের বিশালত্বের সাথে প্রকৃতির কোলে নদীর মিলনমেলা যে অভাবনীয়, অকল্পনীয় ও লোভনীয় খেলার অবতারনা করে যা ভূ-মন্ডলে কদাচিৎ দেখা যায়। দূর দ্বীপবাসিনী ভোলার জেলা প্রশাসন পর্যটকদের এই আকর্ষণীয় দৃশ্য উপভোগ করতে প্রতিনিয়তই এভাবেই আহবান করে আসছে। আকর্ষণীয় মনপুরা দ্বীপ, সমুদ্রের বুকে জেগে ওঠা চরে মহিষ বাতানের অবাধ বিচরণ, বন বিভাগের সৃষ্ট কেওড়াবন, রূপালী ইলিশের লোভনীয় স্বাদ, দৃষ্টি সীমানায় সমুদ্র সৌন্দর্যের ছুঁয়ে যাওয়া হাতছানি, সারি সারি সুপারির বাগান, মসজিদ, নদীপথে যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতা এ জেলাকে আকর্ষনীয় করে তুলেছে । ভোলা শুধু প্রাকৃতিক নৈসগিক দৃশ্যে ভরপুর নয়, এখানে রয়েছে অর্থনৈতিক সমৃদ্বির অপার সম্বাবনা। ভোলায় রয়েছে নিজস্ব গ্যাস ফিল্ড যা নিজস্ব চাহিদা পুরন করে ভোলার বাহিরের জেলাতেও সরবরাহ করা সম্ভব হবে।  এছাড়াও এ গ্যাস দিয়ে ০২ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র  স্থাপন করা হয়েছেঃ ০১। রেন্টাল পাওয়ার প্ল্যান্টঃ ৩৪.৫ মেগাওয়াট এবং ০২। বোরহানউদ্দিন বিদ্যুৎ কেন্দ্রঃ ২২৫ মেগাওয়াট, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। ওয়েবসাইট টি ভোলাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষকে জেলা প্রশাসনের কার্যক্রম ও জেলার সার্বিক পরিস্থিতি জানতে সহায়তা করবে। এটি আরও তথ্য সমৃদ্ধ ও সময়োপযোগী করতে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ সাদরে গ্রহণ করতে আমরা সদা সচেষ্ট। জেলার উন্নয়নে এবং জনসেবার সমন্বয়ক হিসাবে এ ওয়েব সাইটটি যদি সামান্য হলেও ভূমিকা রাখে তাহলে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে।

 

 আরিফুজ্জামান
 জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট , ভোলা।