* ভোলা স্টেডিয়াম-শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।
*প্রতি বছর এ স্টেডিয়ামে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ
(ক) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
* প্রতি বৎসর ভলিবল লীগ অনুষ্ঠিত হয়।
* প্রতি বৎসর এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
* প্রতি বৎসর ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
* প্রতি বৎসর কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
* প্রতি বৎসর যুব এবং সিনিয়র ক্রিকেট লীগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা জাতীয় পর্যায়ের প্রতিটি খেলায় অংশ গ্রহণ করে থাকে।
ভোলা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের তালিকাঃ
নাট্য সংগঠনঃ·
ভোলা থিয়েটার
সাহবাজপুর থিয়েটার
ভোর হল শিশু থিয়েটার
মালঞ্চ থিয়েটার
সাংস্কৃতিক সংগঠনঃ
আবৃত্তি সংসদ
মাটি মিউজিকাল সংগঠন
সপ্তক
সুরের ধারা
সরগম
জীবনপুরান আবৃত্তি একাডেমি
চাঁদের হাট
সাহিত্য সংসদ
ক্রান্তি শিল্পী গোষ্ঠী
উদিচী শিল্পী গোষ্ঠী
বিহঙ্গ সাহিত্য গোষ্ঠী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস