ভোলা বাংলাদেশের বৃহত্তম প্রাচীন গাঙ্গেয় ব-দ্বীপ। ভোলা, জেলা হিসেবে স্বীকৃতি পায় ১৯৮৪ সালে।পূর্বে এটি নোয়াখালী জেলার অধিনে sub division ছিল। নোয়াখালী জেলার অধিনে sub division হিসেবে স্বীকৃতি পেয়েছিল ১৮৪৫ সালে। তখন এর প্রশাসনিক কেন্দ্র ছিল বর্তমান দৌলতখানে। ১৮৬৯ সালে sub division হিসেবে বরিশাল জেলার অধিনে যুক্ত হয় । পরবর্তীতে ১৮৭৬ সালে প্রশাসনিক কেন্দ্র দৌলতখান থেকে ভোলায় স্থানান্তর হয়। ভোলা জেলার ইতিহাস পর্যালোচনা ও বিভিন্ন গবেষকদের গবেষণাকর্মতে ভোলা জেলার কোন পুরাকীর্তির বর্ণনা পাওয়া যায়নি। বাংলাদেশ Archaeology department এর ওয়েব সাইট-এ ভোলার পুরাকীর্তি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়না।
Archaeology department এর ওয়েব সাইট http://www.archaeology.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস