কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ভোলায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ উদ্ধোধন হয়েছে। ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেল ৩ টায় ভোলা সরকারি স্কুল মাঠে এ মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার শিকদার, জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা সাফিয়া খাতুনসহ প্রমূখ। এর আগে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্বনাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারি স্কুল মাঠে শেষ হয়। এছাড়াও মেলা উদ্ধোধনের পর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের অংশ গ্রহনে সরকারি স্কুল মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভোবনী মেলা চলবে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস