Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আইসিটি শাখা
নাগরিক সেবা

১) জেলার ওয়েব পোর্টাল হালনাগাদ করণের ক্ষেত্রে সার্বিক নির্দেশনা ও সহায়ত প্রদান করা।

২) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ/দপ্তর হতে প্রাপ্ত ই-মেইল, মেসেজ ইত্যাদি গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট প্রেরণ।

৩) অত্র অফিস হতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ/দপ্তর এ ই-মেইল প্রেরণ।


কার্যক্রম

১) জেলার ওয়েব পোর্টাল হালনাগাদ করণের ক্ষেত্রে সার্বিক নির্দেশনা ও সহায়ত প্রদান করা।
২) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ/দপ্তর হতে প্রাপ্ত ই-মেইল, মেসেজ ইত্যাদি গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট প্রেরণ।
৩) অত্র অফিস হতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ/দপ্তর এ ই-মেইল প্রেরণ।
ঊর্ধ্বতন কার্যালয়/অত্র কার্যালয় হতে চাহিদাকৃত তথ্য প্রস্ত্তত পূর্বক প্রেরণ করা হয়।
৪) জাতীয় তথ্যবাতায়ন (ন্যাশনাল ওয়েব পোর্টাল) নিয়মিত হালনাগাদের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখা, জেলার সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান বা উপজেলা পর্যায়ের ইউএনও/এসিল্যান্ড অফিসসহ অন্যান্য সকল অফিসে পত্র প্রেরণপূর্বক তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হয়।
৫) অনলাইন বা অফলাইন প্রশিক্ষণ আয়োজন করা।
৬) কেবিনেট, এ টু আই থেকে প্রাপ্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে বাস্তবায়নে সহায়তা করা।
৭) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর জেলা কার্যালয় ও উপজেলা কার্যালয়ের সাথে আইসিটি বিষয়ক  কর্মকাণ্ডের সার্বিক সমন্বয় সাধন করা।
৮) জেলার সকল সরকারি দপ্তরে ই-নথি কার্যক্রম সম্পন্ন করণের লক্ষ্যে সার্বিক মনিটরিং ও সমন্বয় সাধন করা।
৯) ভিডিও কনফারেন্স ও জুম মিটিং আয়োজনের ক্ষেত্রে সহায়তা প্রদান করা।
১০) আইসিটি নীতিমালা ২০১৮ বাস্তবায়নে সরকারের কী অর্গান হিসেবে কাজ করা।


যোগাযোগ

আইসিটি শাখা ফোনঃ ০২৪৭৮৮৯৪২০০।

নীচ তলা জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা। E-mail: acictmbhola@yahoo.com


ভারপ্রাপ্ত কর্মকর্তা